হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

বাঙালির প্রাণের উৎসব নবান্ন। 'নবান্ন' শব্দের অর্থ 'নতুন অন্ন'। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকায় এই উৎসব অনুষ্ঠিত হয়। আর এই উৎসবের বিশেষ আকর্ষণ হলো মাছের মেলা।  

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ের পাঁচশিরায় জমে উঠেছে মাছের মেলা। উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় স্থানীয় মৎস্য চাষি ও আড়তদারদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এই মাছের মেলা অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে দেখা যায়, মাছের মেলায় বিভিন্ন ওজনের আর বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসে রয়েছেন মাছ ব্যবসায়ীরা। অনেকেই মাছের মেলা দেখতে এসেছেন। তাই মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। কেউ মাছ কিনে বাড়িতে ফিরছেন আবার কেউ কেউ মাছ ব্যবসায়ীর সঙ্গে মাছের দরদাম করছেন। 

মাছ কিনতে আসা বগুড়া জেলার আদমদীঘির বিপ্লব হোসেন বলেন, 'এই মেলার নাম অনেক শুনেছি। ঐতিহ্যবাহী এই মাছের মেলায় এসে ৩৫ কেজি ওজনের কাতলা মাছ ৪২ হাজার ৬০০ টাকায় কিনেছি।' 

মাছ কিনতে আসা মিঠু ফকির বলেন, 'এই মাছের মেলা থেকে ১৩ কেজি ওজনের কাতলা মাছ ১৩ হাজার টাকায় কিনেছি।' 

উপজেলার নওপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, 'এই মাছের মেলা থেকে ৩০০ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের ব্রিগেট মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি।'

মেলা দেখতে আসা রকি হোসেন বলেন, 'মেলায় মাছ দেখতে এসেছি। গত বছরের তুলনায় এবার মাছের দাম বেশি। এবার মেলায় অনেক বড় বড় মাছ উঠেছে।' 

মেলার মাছ ব্যবসায়ী রেজাউল করিম বলেন, 'কাতাল বড় মাছ ১৪০০ টাকা কেজি, ১০ কেজির রুই মাছ ১০০০ টাকা কেজি, রুই বড় ৪৫০ টাকা কেজি, ব্রিগেট বড় ৩০০ টাকা কেজি ও হাঙ্গেরি মাছ বড় ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। এ ছাড়া মেলার সবচেয়ে বড় ৩৫ কেজি ওজনের কাতলা মাছ ৪২ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।'

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'উপজেলার পাঁচশিরা বাজারে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী এই মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় বিভিন্ন প্রজাতির বড় আকারের মাছ বিক্রি হচ্ছে, যা এই এলাকার মৎস্যচাষিদের ইতিবাচক প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে সহায়তা করবে। এই মেলাকে উপলক্ষ করে স্থানীয় মৎস্যচাষিরা বড় মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।'

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল