হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মো. মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিষয়ে বাগ্‌বিতণ্ডা চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তাঁর ছেলে রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তাঁর স্ত্রী রুমার সঙ্গে আবার কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে আক্রমণ চালান। এ সময় শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির তাঁর হাতে থাকা ছুরি দিয়ে শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটের বামদিকে আঘাত করেন এবং তাঁর স্ত্রীকে এলোপাতাড়িভাবে আঘাত করেন। দুজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগ পাননি।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ