হোম > সারা দেশ > বগুড়া

আদালতে যাওয়ার পথে আইনজীবীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী ওরফে চাঁন মিয়াকে  (৪০) কুড়াল দিয়ে কুপিয়েছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।  

চাঁন মিয়া চক ফরিদ এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়েছেন দুর্বৃত্তরা। 

স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, চাঁন মিয়া মামলার ফাইল নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। চক ফরিদ মাটির মসজিদ এলাকায় পেছন থেকে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

চাঁন মিয়ার বড় ভাই গোলাপ হোসেন বলেন, ‘জমি নিয়ে এলাকার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির মামলা আমার ছোট ভাই পরিচালনা করত। এ কারণে ভাইকে কুপিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।’  

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন চাঁন মিয়া। দলে কোনো পদ না থাকলেও রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের যেকোনো কর্মসূচিতে তিনি অংশ নিতেন। চাঁন মিয়া বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ছাত্রদলের নেতা ছিলেন। জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সস্পাদকও ছিলেন তিনি। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চাঁন মিয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  

বগুড়ার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইহান ওলি উল্লাহ বলেন, জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার