হোম > সারা দেশ > বগুড়া

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মাদক সেবন করায় মাদকাসক্ত ছেলে সন্তানকে (২০) ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। বগুড়ার শিবগঞ্জে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত শাকিব হাসান উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামের নুর ইসলামের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে বুড়িগঞ্জের মাচইল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান। 

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শাকিব হাসান দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করেন। নেশার টাকা দিতে মা–বাবা অস্বীকৃতি জানালে প্রায়ই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করেন। এমনকি মা–বাবার সামনেই মাদক সেবন শুরু করেছেন তিনি। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা নুর ইসলাম। 

বাবা নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। নিষেধ করলে আমাকে ও তার মাকে মারধর করে। তাই স্থানীয় লোকদের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি। এ ছাড়া কোনো উপায় ছিল না আমার।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ওই তরুণের নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাকিব হাসানকে আটক করা হয়। এ সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড