হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সান্তাহারে আরভিয়া খাতুন (৪০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৮টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরভিয়া মারা যান। ঘটনার পর স্বামী আব্দুর রশিদ পলাতক রয়েছেন। 

নিহত আরভিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার আব্দুর রশিদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আলমাস আলী জানান, আরভিয়া খাতুন সান্তাহার চা বাগান এলাকায় ছেলেসন্তান নিয়ে আইয়ুব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করেন। তাঁর স্বামী আব্দুর রশিদ ঢাকায় শ্রমিকের কাজ করেন। তাঁর মেয়ে বুলবুলি ও জামাই খোকন সান্তাহারে বাস করেন। আব্দুর রশিদ তিন দিন আগে ঢাকা থেকে সান্তাহারে আসেন। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহ নিয়ে সান্তাহার রেলস্টেশনে আব্দুর রশিদ তাঁর মেয়ে জামাইয়ের সঙ্গে মারামারি করেন। বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে গিয়ে আব্দুর রশিদ স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টার দিকে আরভিয়া খাতুন মারা যান। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পলাতক আব্দুর রশিদকে আটকের চেষ্টা চলছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত