হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

দন্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সুত্রধর। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১০ অক্টোবর সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে গোপাল চন্দ্র সূত্রধরকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যান। পরে গোপাল চন্দ্রের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্র সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করেন।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে