হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে কিশোরী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার তরুণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।

গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।  

এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান। 

সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ। 

মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’

আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী