হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগর তালুকদার (৩০) এবং তার সহযোগী সপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সময় মুক্তার হোসেন (২৮) নামে আরেক সহযোগীর একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে সাবরুল মন্ডলপাড়া এলাকায় জনৈক গফুর মন্ডলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। ওই তিন সন্ত্রাসী ঘটনার সময় সাবরুল হরিদেবপুর পুকুর থেকে মোটরসাইকেলে সাবরুল বাজারের দিকে আসছিল।

নিহত সাগর সাবরুল হাটখোলা পারার মাদক বিক্রেতা গোলাম তালুকদারের ছেলে। সপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং মুক্তার একই এলাকার আনছার আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। 

সরেজমিনে সাবরুল গ্রামের অনেকেই আজকের পত্রিকাকে বলেন, সাগর বাহিনী সাবরুল এলাকা ছাড়াও আশপাশের কাহালু উপজেলার কয়েকটি গ্রামে আধিপত্য বিস্তার করেছিল। প্রভাষক পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী শিহাব উদ্দিন বাবু, মজনু মিয়া সব বেশ কয়েক জনকে কুপিয়ে হত্যা করে। 

ঘটনাস্থল পরিদর্শনে এসে বগুড়া এএসপি (সদর সার্কেল) সুমন সরকার বলেন, ‘নিহত সাগরের বিরুদ্ধে প্রায় ১৮টি মামলা রয়েছে। আমরা ২টি লাশ উদ্ধার করেছি। আরেক জনের হাত পেয়েছি। কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত নই।’

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন