হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে ফিরোজ হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ফিরোজ হোসেন হত্যা মামলায় বাবা, ছেলে, দুই ভাইসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় তিনজন ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এই তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের আজিজার রহমান, একই গ্রামের শাহাদুল ইসলাম, সাইদুল ইসলাম, মোজাম, মোসলেম, মোসলেমের ছেলে আমিনুর, আশমত, তাঁর ছেলে আবুল কাশেম, সেকেন্দার, সেকেন্দারের ছেলে শাহীন মোল্লা, আকরাম আলী, জিন্নাহ ও আব্দুস ছাত্তার। তাঁদের মধ্যে আজিজার, আবুল কাশেম ও আকরাম পলাতক রয়েছেন।

মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৯ জুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মনসুর আলী ফকিরের একটি গরুর বাছুর প্রতিবেশী মোজামের বাড়িতে যায়। বর সময় মোজাম বাছুরটিকে বেধড়ক মারধর করেন। রাতে মনসুর বাছুরটিকে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা উত্তেজিত হয়ে ওঠে। এর জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মনসুর ও তাঁর ছেলে ফিরোজের ওপর হামলা চালায়। তাতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মারা যান। এ ঘটনায় ২০১৩ সালের ১৩ জুন নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সহকারী কৌঁসুলি খাজা সামছুল ইসলাম বুলবুল, গোকুল চন্দ্র মণ্ডল এবং আবু নাছিম মো. শামীমুল ইসলাম শামীম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার