হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে মরণোত্তর দেহ দান করা হলো রাবি শিক্ষক সুজিত কুমারের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গবেষণার কাজে ব্যবহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা সরকার সুজিত কুমারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) দান করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রামেক কর্তৃপক্ষের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁর দেহ রামেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘তাঁর (সরকার সুজিত কুমার) লাশ বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। গবেষণা ও শিক্ষার কাজে তাঁর দান করা এই মরদেহ খুব প্রয়োজনীয়। তিনি দেহদানের মধ্য দিয়ে তাঁর মহত্ত্বের পরিচয় দিয়ে গেছেন।’

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সরকার সুজিত কুমারের মরদেহ নাটোরের সিংড়ায় নিজ গ্রামে নেওয়া হয়। এরপর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে নগরীর ভুবনমোহন পার্কে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে রাজশাহীর সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ছুটিতে বেড়াতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক সরকার সুজিত কুমার। তিনি রাবির বাংলা বিভাগের সাবেক সভাপতি ও রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া সরকার সুজিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড