রাজশাহীতে কবুতর ধরতে গিয়ে চারতলা ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সনি শেখ সৈকত (২২)। তিনি ষষ্ঠীতলা এলাকার ইকবাল হোসেনের ছেলে। সন্ধ্যায় কবুতর ধরতে গিয়ে বাড়ি সংলগ্ন দারুচিনি প্লাজার চারতলা থেকে পড়ে যান সনি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সনি বাড়িতে কবুতর পোষেন। সন্ধ্যায় তার কবুতর উড়ে গিয়ে দারুচিনি প্লাজার চারতলার ছাদে বসে। তিনি কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যান।
এ সময় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর জরুরি বিভাগ থেকে তাঁকে ৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।