হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 

কোভিড-১৯ এর কারণে কর্মহীন ২৫০ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক। এ সময় তিনি বলেন, এই করোনা মহামারিতে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ দুঃসময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মহীন পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এটা একটি মানবিক দিক। নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি। 

অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, সেক্রেটারি আশিক আহমেদ ফারুক। উপস্থিত ছিলেন প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার লক্ষ্মণ চন্দ্র দাস, জেলা রেড ক্রিসেন্টের সদস্য এম কোরাইশী মিলু ও সালামত হোসেন প্রমুখ। 

পরে ৫০ পরিবারকে ২৫০০ টাকা করে দেওয়া হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি আশিক আহমেদ ফারুক জানান, করোনা ভাইরাস সংকটে এ জেলায় কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে সদর ও শিবগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে নগদ অর্থ হিসেবে ২৫০০ টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা