হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 

কোভিড-১৯ এর কারণে কর্মহীন ২৫০ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক। এ সময় তিনি বলেন, এই করোনা মহামারিতে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ দুঃসময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মহীন পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এটা একটি মানবিক দিক। নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি। 

অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, সেক্রেটারি আশিক আহমেদ ফারুক। উপস্থিত ছিলেন প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার লক্ষ্মণ চন্দ্র দাস, জেলা রেড ক্রিসেন্টের সদস্য এম কোরাইশী মিলু ও সালামত হোসেন প্রমুখ। 

পরে ৫০ পরিবারকে ২৫০০ টাকা করে দেওয়া হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি আশিক আহমেদ ফারুক জানান, করোনা ভাইরাস সংকটে এ জেলায় কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে সদর ও শিবগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে নগদ অর্থ হিসেবে ২৫০০ টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান