হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় পিকআপ–ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৬ 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পিকআপ ভ্যান ও ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের একরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–নওগাঁর হাঁপানিয়া এলাকার আকরাম হোসেন (৪৫), চকবিরাম এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলাম (৫০)। আহতরা হলেন মান্দা উপজেলার সাহাপুর গ্রামের ইমদাদুল হক (৫২), রাজন (৩২), জনাব আলী (৫০), আব্দুল কুদ্দুস (৪৮), সজীব হোসেন (২৪), ওয়াদ হোসেন (৩০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে একটি পিকআপ ভ্যান নওগাঁর দিকে যাচ্ছিল। পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের মধ্যে ইমদাদুল ও রাজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক