হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগানে মিলল দিনমজুরের লাশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০ বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন। 

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মতো স্থানীয় খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল ৭টার দিকে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তাঁর লাশ পাওয়া যায়।’ 

মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান