হোম > সারা দেশ > বগুড়া

সারিয়াকান্দিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মোল্লা। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নৌকার মনোনয়নবঞ্চিত ‘বিদ্রোহী’ প্রার্থী মো. রাশেদ মোশারফ সরকার প্রতীক না পেয়ে হিংসার বশবর্তী হয়ে তাঁর দলবল নিয়ে স্থানীয় পাকেরদহ বাজারে টাঙানো নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন। 

এ বিষয়ে রাশেদ মোশারফের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি মিথ্যা। আমি বা আমার লোকজন কেউ পোস্টার ছিঁড়ে ফেলেনি।’ 

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা