হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস কক্ষে বিবাদীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে এজলাস কক্ষে এক বিবাদীর মৃত্যু হয়েছে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. মাইনুদ্দিন (৬২) নামের ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালত ভবনের তৃতীয় তলায় আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

গোমস্তাপুর সহকারী জজ আদালতের বিচারক মো. নাসিরুদ্দীনের আদালত কক্ষে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর মকরমপুরের আরসাদ আলীর ছেলে। আদালতের পুলিশ পরিদর্শক ও বিবাদীর আইনজীবী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিবাদীপক্ষের আইনজীবী মো. আশিক ইকবাল বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে একটি জমি সংক্রান্ত মামলা চলছিল। আজ রোববার মামলার ধার্য তারিখ থাকায় মাইনুদ্দিন আদালতে হাজিরা দিতে আসেন। আমি তাঁর পক্ষের আইনজীবী হিসেবে বাদীকে জেরা করছিলাম। এজলাস কক্ষে বসে তিনি বিচারকাজ দেখছিলেন। এ সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত আদালতকক্ষ থেকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইনুদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল