হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া ইমান আলীর (৫০) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকালে উপজেলার খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

ইমান আলী উপজেলা পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত খয়ের মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আত্রাই নদীর শাখা নদীতে নৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন ইমান আলী। 

পরে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। ডুবুরি ইউনিট শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই শাখা নদীতে মরদেহ উদ্ধারের কাজ চালানো হয়। শনিবার সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করে ডুবুরি ইউনিট। সকাল ৮টার দিকে যেখানে ডুবে ইমান আলী নিখোঁজ হয়েছিল, সেই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইমান আলীর মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে ডুবুরি ইউনিট। 

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়েছে। পরে সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। সকাল ৮টার সময় নিখোঁজের ২১ ঘণ্টা পর পানিতে ডুবে নিখোঁজ হওয়া ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ইমান আলীর মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার