নাটোরের লালপুর উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীদের নতুন করে বরণ করতে বিদ্যালয়গুলো নির্দেশনার অপেক্ষায় আছে।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভবন, বেঞ্চ, জানালা-দরজা মেরামত, রংকরণ, বেসিন স্থাপন করা হয়েছে।
অভিভাবক আনোয়ারা খাতুন বলেন, দুই বছর ছেলে-মেয়েদের স্কুল না থাকায় পড়াশোনা করছে না। স্কুল খুললে ওরা অনেক ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে।
লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দেশনার অপেক্ষায় আছি।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, এরই মধ্যে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের প্রস্তুতি রয়েছে।