হোম > সারা দেশ > নাটোর

লালপুরে প্রস্তুত ১১২টি প্রাথমিক বিদ্যালয় 

প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুর উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীদের নতুন করে বরণ করতে বিদ্যালয়গুলো নির্দেশনার অপেক্ষায় আছে। 

আজ শনিবার সরেজমিন দেখা যায়, উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভবন, বেঞ্চ, জানালা-দরজা মেরামত, রংকরণ, বেসিন স্থাপন করা হয়েছে। 

লালপুর খাতেমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য খাতুন বলে, স্কুল খোলার কথা শুনে আনন্দ লাগছে। আমরা আবার আগের মতো স্কুলে যেতে পারব। বন্ধুদের সঙ্গে খেলা করতে পারব। 

অভিভাবক আনোয়ারা খাতুন বলেন, দুই বছর ছেলে-মেয়েদের স্কুল না থাকায় পড়াশোনা করছে না। স্কুল খুললে ওরা অনেক ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে। 

লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দেশনার অপেক্ষায় আছি। 

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘাটতি পূরণসহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বাস্তবায়নে ব্লকভিত্তিক ওয়ার্কশিট বিতরণ ও সচেতনতা সৃষ্টি, পাঠের বিষয়বস্তু অনুধাবনে সহায়তা প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের অব্যাহত ছিল। আমরা সব সময় স্কুল খোলার জন্য প্রস্তুত রয়েছি। 

লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, এরই মধ্যে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের প্রস্তুতি রয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর