বগুড়ার আদমদীঘিতে পানিতে ডুবে ফালহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফালহা ওই মহল্লার সোহেল রানার ছেলে
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন বলেন, আজ সকালে শিশুর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরের কাছে গেলে ফালহাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে ফালহাকে মৃত ঘোষণা করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।