হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নারী উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত, দুই ভাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাদিম হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আকাশ (২০) ও আরমান (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে শহরের মগলিশপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা মগলিশপুরের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের মগলিশপুর এলাকায় নাদিম হোসেনকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করা হয়। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সাবিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাদিম শহরের মগলিশপুর এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে। তিনি শহরের গালাপট্টিতে স্বর্ণের গয়না তৈরির কারিগরের কাজ করেন।

নাদিমের মা সাবিনা বেগম জানান, গ্রেপ্তার দুই যুবকসহ তাদের সহযোগীরা এলাকায় নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সোমবার বিকেলে নাদিম ও তার এক বন্ধু ঘটনার প্রতিবাদ করে। রাতে নাদিম শহরে কাজ শেষে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়