হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নারী উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত, দুই ভাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাদিম হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আকাশ (২০) ও আরমান (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে শহরের মগলিশপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা মগলিশপুরের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের মগলিশপুর এলাকায় নাদিম হোসেনকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করা হয়। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সাবিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাদিম শহরের মগলিশপুর এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে। তিনি শহরের গালাপট্টিতে স্বর্ণের গয়না তৈরির কারিগরের কাজ করেন।

নাদিমের মা সাবিনা বেগম জানান, গ্রেপ্তার দুই যুবকসহ তাদের সহযোগীরা এলাকায় নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সোমবার বিকেলে নাদিম ও তার এক বন্ধু ঘটনার প্রতিবাদ করে। রাতে নাদিম শহরে কাজ শেষে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর