হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নারী উত্ত্যক্তের প্রতিবাদে ছুরিকাঘাত, দুই ভাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাদিম হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় আকাশ (২০) ও আরমান (২৩) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে শহরের মগলিশপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা মগলিশপুরের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

এর আগে সোমবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের মগলিশপুর এলাকায় নাদিম হোসেনকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করা হয়। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সাবিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নাদিম শহরের মগলিশপুর এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে। তিনি শহরের গালাপট্টিতে স্বর্ণের গয়না তৈরির কারিগরের কাজ করেন।

নাদিমের মা সাবিনা বেগম জানান, গ্রেপ্তার দুই যুবকসহ তাদের সহযোগীরা এলাকায় নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। সোমবার বিকেলে নাদিম ও তার এক বন্ধু ঘটনার প্রতিবাদ করে। রাতে নাদিম শহরে কাজ শেষে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী