হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে ধর্ষণের শিকার চার বছরের শিশু, গ্রেপ্তার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়ার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, শিশুটির নানি নাতনিকে সঙ্গে নিয়ে গ্রামের এক কৃষকের খেতে মরিচ তুলতে যান। কাজের এক ফাঁকে দুপুর সাড়ে ১২টায় তার নাতনি একাই সড়ক দিয়ে বাড়ির দিকে যায়। এ সময় পথে মোজাহার আলী বিস্কুট দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তিনি ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করলে মোজাহার তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়ি এসে তার পরিবারকে ঘটনাটি জানায়। বিকেলে স্থানীয় লোকজনের পরামর্শে শিশুটির নানি ঘটনার বিস্তারিত থানা-পুলিশকে অবহিত করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। 

শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত মোজাহার আলীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মোজাহার আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার