হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সাবেক যুবলীগ নেতার কবজি কর্তন: আ. লীগ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরে পৌর যুবলীগ নেতার কবজি কাটার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নাটোর সদর আমলি আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন। 

এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, পৌর যুবলীগের সদস্য সেন্টু আলী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তাঁদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। 

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাসরিন আকতার জানান, পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ (৪০) কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় আসামিরা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলুর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। 

 ২৩ জুলাই রাত সাড়ে ৯টায় শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তরা সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। এতে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর ভাই বাদশাহ রহমান স্বপ্ন বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত