হোম > সারা দেশ > পাবনা

অবৈধ সম্পদ অর্জন: সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনা প্রতিনিধি

সম্পদ অর্জনের তথ্য গোপন করাসহ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।

অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।

সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুদক পাবনার উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধান প্রতিবেদন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার অনুমোদন দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ দুদক পাবনা কার্যালয়ে মামলা করা হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত