হোম > সারা দেশ > বগুড়া

জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: রুহুল কবির রিজভী

বগুড়া প্রতিনিধি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধে স্কুলব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিল। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

আজ সোমবার দুপুরে বগুড়া সদরের চক আকাশতারা এলাকায় স্থানীয়ভাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে শিশু ও ছাত্রদের মা পানির বোতল হাতে নিয়ে তাঁর কোমলমতি শিশুকে সহযোগিতা করেছিলেন। তাঁরা যে অসীম সাহসিকতা দেখিয়েছেন, সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এ দেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন একজন ভণ্ড প্রধানমন্ত্রী।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করেন না। শেখ হাসিনা বলেছেন, তিনি দেশের কাছেই আছেন। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছে, জল্লাদ কাছে আসছে, ফাঁসির দড়ি নিয়ে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত