হোম > সারা দেশ > নওগাঁ

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ফাতেমার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটো চার্জার ভ্যানের চাপায় ছয় বছরের শিক্ষার্থী ফাতেমা খাতুন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ বলেন, শিশুটি তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জামআমরুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টিনবোঝাই একটি অটো চার্জার ভ্যান শিশুটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ভ্যানটি জব্দ করে ইউনিয়ন পরিষদের রেখেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাপি বলেন, ভ্যানে চাপা পড়ে শিশুটির মাথা ও মুখে ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার