বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় মোয়াজ্জেম হোসেন প্রামাণিক (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চাপাগাছী হরিসারা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে গরু বোঝাই ভটভটি নিয়ে বগুড়া দুপচাঁচিয়ার ধাপেরহাটে যাচ্ছিলেন মোয়াজ্জেম। পথে দুপচাঁচিয়ার ইসলামপুরে গরু বোঝাই ভটভটিকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ভটভটি থেকে সড়কে ছিটকে পড়েন মোয়াজ্জেম। সঙ্গে সঙ্গে ওই ট্রাকটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোয়াজ্জেমের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ওসি মো. হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’