হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার তকিপুর মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের আব্দুল হাকিম (৩৫) এবং কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়ার তারভির ইসলাম সোহাগ (৩৫)। তাদের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ কমিশনার মো. রাকিব আজকের পত্রিকাকে বলেন, এন্টি টেররিজম ইউনিটের ঢাকা সদরদপ্তর থেকে রাজশাহীর অনলাইন জুয়াড়িদের তথ্য সংগ্রহ করে তদন্ত করছিল। এর প্রেক্ষিতে ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া পরিচালনার প্রমাণ থাকায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এই জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ