হোম > সারা দেশ > রাজশাহী

সাপের ছোবলে নারীর মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে সাপের ছোবলে অকিনা বেগম (৫০) এক নারী মারা গেছেন। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

অকিনা দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। 

নিহত ব্যক্তির ছেলে শরীয়ত আলী বলেন, ‘আজ সকালে আমার মা বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বাড়ির উঠানে থাকা ইঁদুরের গর্ত থেকে সাপ বের হয়ে মায়ের পায়ে ছোবল মারে। পরে তাঁকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কবিরাজ অনেক চেষ্টা করেও মাকে সুস্থ করতে পারেননি। কিছুক্ষণ পরে তাঁকে গুরুতর অবস্থায় দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় আমার মা মারা যান।’ 

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, সচেতনতার অভাবে সাপের ছোবলে অনেকের মৃত্যু হচ্ছে। সাপে ছোবল দিলেই না জেনেই তাঁরা কবিরাজের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু এটি সঠিক নয়। বিষধর সাপের ছোবল কবিরাজের ঝাড়ফুঁকে ভালো হয় না। সাপে ছোবল মারলে কবিরাজের কাছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রোগীর বাঁচার সম্ভাবনা থাকে। 

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ