হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮২ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক মাস পর থানায় মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মেরিনা খাতুন মেরী। মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফকে শিবগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালান। তাঁরা অফিসের আসবাব ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এক মাস পর মামলাটি করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর