হোম > সারা দেশ > পাবনা

সিকিভাগ ধান না পাওয়ায় ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ‘সিকিভাগ ধান’ না পাওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতা মনজুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সেচযন্ত্রের মালিক ও খানমরিচ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান সবুজ। আজ বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। 

মনজুরুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। হুমকি পাওয়ার পরপরই তিনি নিজ ফেসবুকে জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একটি পোস্ট দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অবহিত করা হয়। 

অভিযোগে জানা যায়, সেচের বিনিময়ে কৃষকদের কাছ থেকে সেচযন্ত্রের মালিকদের পাঁচ ভাগে ধান আদায় করতে নির্দেশনা দেয় উপজেলা সেচ কমিটি। এর পরও উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুবলীগ নেতা ও সেচযন্ত্রের মালিক মনিরুজ্জামান সবুজ তাঁর সেচ প্রকল্পের কৃষকদের কাছ থেকে জোর করে সিকিভাগ ধান আদায় করতে উঠেপড়ে লেগেছেন। কিন্তু ছাত্রলীগের নেতা মনজুরুলসহ কৃষকেরা তাঁদের খেতের ধান সেচযন্ত্রের মালিককে দিতে অস্বীকৃতি জানান। 

গতকাল বুধবার সন্ধ্যার দিকে মনজুরুল তাঁর খেতের ধান পাঁচ ভাগ করে এক ভাগ সেচযন্ত্রের মালিক সবুজের জন্য রেখে বাকি ধান নিয়ে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে সবুজ মোবাইলে মনজুরুলকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে মনজুরুল ইসলাম বলেন, ‘পাঁচ ভাগে ধান নিতে সরকার নিয়ম করে দিয়েছে। কিন্তু সবুজ এলাকায় প্রভাবশালী হওয়ায় কৃষকদের কাছ থেকে জোর করে সিকিভাগ ধান আদায় করতে কৃষকদের ওপর চাপ দিচ্ছেন। আমি সিকিভাগ ধান না দেওয়ায় আমাকে মোবাইল ফোনে গালাগালি করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।’

অভিযুক্ত যুবলীগ নেতা মনিরুজ্জামান সবুজ বলেন, ‘এত দিন আমরা কৃষকদের কাছ থেকে সিকিভাগ ধান আদায় করে আসছি। কিন্তু মনজুরুল আমাকে না জানিয়ে ধান পাঁচ ভাগ করে চার ভাগ নিয়ে চলে যান। এ জন্য আমি মোবাইল ফোনে তাঁর সঙ্গে এভাবে কথা বলেছি।’ 

উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, সেচযন্ত্রের মালিক প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কৃষকদের কাছ থেকে পাঁচ ভাগে ধান আদায় করতে সেচযন্ত্রের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের