হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় আমবাহী পিকআপ উল্টে যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-নজিপুর মহাসড়কে আমবাহী একটি পিকআপ উল্টে গিয়ে আল আমিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার তেরোমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম আল আমিন (১৯)। আল আমিনের বাড়ি ঢাকার মোহাম্মদপুর এলাকায়। 

থানার পুলিশ সূত্রে জানা যায়, জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহার উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত ১০টার দিকে মহাদেবপুরের তেরোমাইল এলাকায় পৌঁছালে আমবাহী পিকআপটি একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে সড়কের পাশে উল্টে যায়। এ সময় পিকআপের হেলপার আল আমিন পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর ট্রাক্টর ও পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্তও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা