হোম > সারা দেশ > পাবনা

করোনায় পাবিপ্রবির সহকারী মুখ্য চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সরকারি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম রতন (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সর্বশেষ গতকাল সোমবার তাঁর করোনা শনাক্তের ফল পজিটিভ আসে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পাবিপ্রবির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সিনিয়র চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত।

এরপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিক ও হার্ট সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ চিকিৎসক হারাল। এই ক্ষতি পূরণের নয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শহিদুল ইসলাম রতন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী