হোম > সারা দেশ > পাবনা

করোনায় পাবিপ্রবির সহকারী মুখ্য চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সরকারি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম রতন (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সর্বশেষ গতকাল সোমবার তাঁর করোনা শনাক্তের ফল পজিটিভ আসে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পাবিপ্রবির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সিনিয়র চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত।

এরপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিক ও হার্ট সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ চিকিৎসক হারাল। এই ক্ষতি পূরণের নয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শহিদুল ইসলাম রতন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার