হোম > সারা দেশ > নাটোর

বড়াল নদে মাছ ধরতে গিয়ে আনসার ভিডিপি সদস্যের মৃত্যু 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে মাছ ধরতে নেমে ডুবে যান গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) সদস্য সাদেকুল ইসলাম (৩২)। পরে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে তাঁর ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার ইউএনও পার্ক এলাকায় বড়াল নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাদেকুলের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মুরাদপুরে।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার দিন সকালে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় একসঙ্গে অনেকেই খেপলা জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ একবার জাল ফেলতে গিয়ে জালের সঙ্গে পানিতে পড়ে ডুবে যান সাদেকুল। তখন তাঁর সঙ্গে মাছ ধরতে থাকা ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করতে না পেরে উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদের পানিতে নেমে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।

এ বিষয়ে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সানজিদা আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সাদেকুল ইসলামের মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘সাদেকুল ইসলামের মৃগী রোগ ছিল। গত বছরও মাছ ধরতে গিয়ে এভাবে সে পানিতে ডুবে গিয়েছিল। পরে সঙ্গে থাকা লোকজন উদ্ধার করায় বেঁচে গিয়েছিল। এবার সে মারা গেল।’

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার সহকারী পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, সাদেকুলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান