হোম > সারা দেশ > জয়পুরহাট

বুধইল-করিমনগর ঘাটে নেই সেতু, দুর্ভোগে ৩০ হাজার মানুষ 

প্রতিনিধি, জয়পুরহাট 

ছোট যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন জয়পুরহাট জেলার মোহাম্মেদাবাদ এবং আইমারসুলপুর ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ। একটি সেতুর অভাবে দীর্ঘদিন থেকে এলাকাবাসী দুর্ভোগে আছেন তাঁরা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোহাম্মেদাবাদ এবং আইমারসুলপুর ইউনিয়নের সংযোগ স্থল ছোট যমুনা নদীর বুধইল-করিমনগর ঘাটে নৌকায় পারাপার হচ্ছেন এলাকাবাসীরা। আবার কেউ বাইসাইকেল, কেউ মোটরসাইকেলে করে সঙ্গে নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন।

বুধইল গ্রামের ৪০ বছর বয়সী ভুক্তভোগী এনামুল বলেন, বুদ্ধি হওয়ার পর থেকেই এ নদী পারাপার হচ্ছি নৌকায়। কিন্তু এখানে একটি সেতু হোক সেই স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি। আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্নই রয়ে গেল। সেতুর অভাবে উৎপাদিত কৃষিপণ্য এবং বাড়িতে পালনপালন করা গরু-ছাগল বিক্রি করতে হয় কম দামে। সেতু থাকলে ট্রাক, মেসি, ভ্যানসহ নানা পরিবহন সরাসরি গ্রামে প্রবেশ করত। কৃষি পণ্যের ভালো দামও পাওয়া যেতো। 

এনামুল আরও বলেন, প্রত্যেকদিন ভোর ৫টার আগে এবং রাত ১১টার পরে এ ঘাটে নৌকা পাওয়া যায় না। ফলে জরুরি প্রয়োজনে বিড়ম্বনায় পড়তে হয়। এখানে একটি সেতু নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের দুঃখ দূর হতো। 

রসুলপুরের রেহেনা বলেন, এ নদীর ওপরে একটি সেতুর অভাবে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে দ্রুত জেলা সদরে যাতায়াত করা যায় না। রোগী প্রসূতি হলে দুর্ভোগের সঙ্গে দুশ্চিন্তাও বাড়ে। 

বুধইল-করিমনগর ঘাটের ৬৭ বছর বয়সী মাঝি লালু বলেন, প্রতিদিন ভোর ৫টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত এই ঘাটে নৌকা চালান। পারাপারের জন্য জনপ্রতি নেন ৫ টাকা। এতে দিন শেষে তাঁর ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার হয়।

এ বিষয়ে আইমারসুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, ছোট যমুনা নদীর ওপর বুধইল-করিমনগর এলাকায় একটি সেতু নির্মাণ করা আমার নির্বাচনী প্রতিশ্রুতিই একটি অংশ। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসী তাঁদের স্বপ্নের সেতু দেখতে পাবেন বলে আশা করছি।

জেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন বলেন, ৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দে ৮১ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার ব্রিজ নির্মাণকাজের সব প্রক্রিয়া প্রায় শেষ। অচিরেই এলাকাবাসীর আশা পূর্ণ হবে। 

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে