হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে বসতবাড়ির রাস্তার বেড়া খুলে দিল প্রশাসন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় নিউ সারিয়াকান্দি গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় দেওয়া বেড়া খুলে দিয়েছে পুলিশ। এতে অবরুদ্ধ হয়ে থাকা ১৬টি পরিবার এখন মুক্তভাবে চলাচল করতে পারছে।

মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘নিউ সারিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের কারণে চলাচলের রাস্তায় গর্ত করে বেড়া দেওয়া হয়েছিল। উভয় পক্ষকে ডেকে নিয়ে বেড়া তুলে ফেলা হয়েছে এবং তাদের দ্বন্দ্বের মীমাংসা করে দেওয়া হয়েছে।’ 

৩০টি বাস্তুহারা পরিবার প্রায় ১৫ বছর আগে নিউ সারিয়াকান্দি গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তুলেছেন। ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন নিউ সারিয়াকান্দি গ্রামে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই রাস্তার ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকার পর সোমবার ১৬ পরিবারের পক্ষে নিউ সারিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম বাদী হয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করে দেয়। 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন বলেন, পুলিশের সহায়তায় দ্বন্দ্বের অবসান হয়েছে। ফলে চলাচলের রাস্তার গর্ত ভরাট করে বেড়া তুলে ফেলা হয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক