বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রামের নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের পেছনে এ ঘটনা ঘটে। রেজাউল শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় রেজাউল করিমের মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।
নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল আওয়াল বলেন, এটা আত্মহত্যা কিনা তা জানতে পারিনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।