হোম > সারা দেশ > জয়পুরহাট

বিদ্যালয়ের জমিতে বাথরুমের নালা বানানোর অভিযোগ, প্রধান শিক্ষককে হুমকি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতারের অভিযোগ, উত্তর ও দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কামরুজ্জামানের পাশাপাশি আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি জোরপূর্বক নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার বলেন, ‘বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গার বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ কয়েকজন বলেন, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত