হোম > সারা দেশ > নাটোর

ছুটিতে বাড়ি এসে হামলার শিকার সেনাসদস্য

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

পূর্বশত্রুতার জেরে নাটোরের নলডাঙ্গায় রাকিবুল ইসলাম নামের এক সেনাসদস্য ছুটিতে বাড়ি এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশভাগ স্লুইসগেট বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছে রাকিবুলের পরিবার। 

হামলায় আহত সেনাসদস্য রাকিবুল ইসলাম (২৪) উপজেলার বাঁশভাগ গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত আছেন। 

নলডাঙ্গা থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য রাকিবুল ইসলাম বাড়ির পাশে বাঁশভাগ স্লুইসগেট বাজারে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা করেন প্রতিপক্ষ স্থানীয় বাসিন্দা আলম হোসেন (৩৮)। আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। 

পরে এ ঘটনায় রাকিবুলের ভাই নাজমুল হোসেন নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেওয়ার খবর শুনে প্রতিপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় রাকিবুলের বাড়িতে দলবল নিয়ে আপস-মীমাংসার জন্য চাপ দেন। আপস করতে রাজি না হওয়ায় বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেওয়া হয় বলে জানায় রাকিবুলের পরিবার। 

অভিযোগের বিষয়ে জানতে আলম হোসেনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী