হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আলাউদ্দিন (১২)। তার বাড়ি কুমিল্লা জেলায়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন,  দুপুরে ঢাকা থেকে একতা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া নামক স্থানে পৌঁছালে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় আলাউদ্দিন। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় কাওয়াক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

আলাউদ্দিনের বন্ধুদের বরাতে এসআই আরও বলেন, আলাউদ্দিন তিন-চারজন বন্ধুদের সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তারা ভুলবশত একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে পড়ে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় কিশোর আলাউদ্দিনকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার