হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আলাউদ্দিন (১২)। তার বাড়ি কুমিল্লা জেলায়।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন,  দুপুরে ঢাকা থেকে একতা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া নামক স্থানে পৌঁছালে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় আলাউদ্দিন। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় কাওয়াক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে।

আলাউদ্দিনের বন্ধুদের বরাতে এসআই আরও বলেন, আলাউদ্দিন তিন-চারজন বন্ধুদের সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তারা ভুলবশত একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে পড়ে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় কিশোর আলাউদ্দিনকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা