হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় শীতের প্রভাবে জীবনযাপন ব্যাহত, আজ তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় একটি ফসলি মাঠে ধানখেত ঘুরে দেখছেন এক কৃষক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় শীতের প্রভাবে মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মেলছে। আজ রোববার উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছীতে আজ রেকর্ড হওয়া তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানান উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।

নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি হিমেল হাওয়া ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীর গতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এই শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তবে জীবিকার তাগিদে ভোরের দিকে বের হন খেটে খাওয়া শ্রমজীবীরা।

জেলা শহরের একটি বাজারের সবজি বিক্রেতা সুদেব মণ্ডল বলেন, হঠাৎ করে শীত চলে এল। ঠান্ডা বাতাস আর কুয়াশায় কয়েক দিন থেকে ভোরে ঘরের বাইরে ঠিকমতো বের হওয়া যাচ্ছে না।

ভ্যানচালক জলিল মিয়া বলেন, ‘একদিকে কনকনে বাতাস, আরেক দিকে কুয়াশা। ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে যাচ্ছে। তবে দুপুরে হালকা রোদ দেখে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাব। কারণ, সন্ধ্যা আর সকালে শীত বেশি হচ্ছে।’

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হাসপাতালে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি ভর্তি হয়েছে। এসব রোগীদের বেশির ভাগই শিশু ও বয়স্ক।

নওগাঁ সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসক আশীস কুমার বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার