হোম > সারা দেশ > রাজশাহী

মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

পাবনা প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় আরেকজন আহত হন। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ছুম্মা খাতুন (৫০) দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা ফরিদা খাতুন (৫৫)।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত ছুম্মা খাতুন ও স্বামী খাজা অত্যন্ত পরিশ্রমী। বাড়িতে গরুর খামার করেছেন। এ খামারেই কাজ করছিলেন ছুম্মা খাতুন। এরপর ভারী বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজা ও বড় জা ফরিদা খাতুনও ছিলেন।

এ সময় হঠাৎই বজ্রপাত হলে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীর কিছু নাহলেও জা ফরিদা খাতুন আহত হন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিলো বোধ হয়। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে গিয়েছিলো। এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে তাদের কোনো আপত্তি না থাকায় জানাযা শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়। নিহতের বড় জা বজ্রপাতের উচ্চ শব্দে কিছুটা আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সমস্ত প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে বলে জেনেছি। বৃষ্টি বজ্রপাতের সময় সাবধানে থাকা উচিত সবাইকে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার