হোম > সারা দেশ > নওগাঁ

মাথায় করে ইট বয়ে ভাঙা সড়ক মেরামত করলেন মেম্বার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নিজের জমানো টাকায় ভাঙাচোরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার তিনি। পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় দুই ট্রাক ইট এনে দ্বীপগঞ্জ-কোলা সড়ক মেরামত করেন রেখা। 

রেখা ভূমিহীন। মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারি জায়গায় ঝুপড়ি ঘর। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হোন রেখা। 

অনেক দিন ধরে সড়কটিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বড় বড় গর্তের কারণে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক কোলা-দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন। নওগাঁ জেলা শহরের যাতায়াতের প্রধান পথ এটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগিতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কি মেরামত করা হলো। 

পথচারী জামাল বলেন, ‘খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী-তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জেলা শহরে যাওয়ার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগণের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে চলাচলের জন্য কিছুটা উপযোগী করেছেন ভূমিহীন রেখা।’ 

এ বিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, ‘সড়কটি ভাঙাচোরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ি ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ি ইট দিয়েছে। আমি নিজেই ইটগুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তায় বিছিয়ে দিয়েছি। হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙে খানাখন্দ সমান করেছি।’ 

কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, ‘আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ি ইট দিতে হবে। আমি তার কথা শুনে যথাসময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি। রেখা ইটের গাড়ি ভাড়া দিয়েছে। তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।’ 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক