হোম > সারা দেশ > পাবনা

৬ বছর জেল খেটে এসে হত্যার শিকার যুবক

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানার পুলিশ। নিহত ওই যুবকের নাম ইমরান (২১)। তিনি শিশু হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা খেটে সম্প্রতি ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে পৌরসভার আলহেরা নগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইমরান বর্তমান সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁরা আগে সপরিবারে পৌর এলাকার সান্ড্যালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। 

পুলিশ বলছে, পৌর এলাকার আলহেরা নগরীতে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সকালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুষ্কৃতকারীরা ওই স্থানে নিয়ে তাঁকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাঁর পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চত করা হয়। 

এলাকাবাসী বলছে, ইমরান কয়েক বছর আগে সান্ড্যালপাড়া মহল্লার আরাফাত নামের শিশু হত্যার (কিশোর অপরাধী) প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছেন। সে সময় তাঁর পরিবার সান্ড্যালপাড়া মহল্লার বসতি ত্যাগ করে পার্শ্ববর্তী করমজা গ্রামে গিয়ে বসতি স্থাপন করেন। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘নিহত ইমরান একজন কিশোর অপরাধী শুনেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর