হোম > সারা দেশ > বগুড়া

বন্যার পানিতে নিখোঁজের ২২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার পানিতে নিখোঁজের সাড়ে ২২ ঘণ্টা পর আতিক হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে ডুবুরিরা ১০ মিনিটের চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। 

জানা যায়, নিহত আতিক উপজেলার গোঁসাইবাড়ী পূর্বপাড়ার কমল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে শিমুলবাড়ী গ্রামের সড়কটি ডুবে যায়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আতিক হাসান তার ভাইয়ের হাত ধরে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় কালভার্টটের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে আতিক তার ভাইয়ের হাত ফসকে ভেসে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা চালান তাঁরা। কিন্তু আতিককে না পেয়ে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা ১০ মিনিটের মাথায় ডুবে যাওয়া স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। চার সদস্যের ডুবুরি দলের নেতৃত্ব দেন আরমান আলী। 

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজের পর তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে ডুবরিদের মাধ্যমে আতিকের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’