হোম > সারা দেশ > রাজশাহী

কমিটি নিয়ে দ্বন্দ্বের জের, বিএনপির কার্যালয় ও দুই দোকানে আগুন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলের কার্যালয় এবং দুটি দোকানে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির দলীয় কার্যালয় ও দুটি দোকানের চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে ১৪৪ ধারার মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। পরে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার অনুসারী নেতা-কর্মীরা।

এরপর তাঁরা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন এবং আগুন দেন। পরে রোববার রাত ১১টার দিকে আবারও ওই দলীয় কার্যালয় এবং আরও দুটি দোকানে আগুন দেন তাঁরা।

দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার, কীটনাশক ওষুধ, চটের বস্তা এবং হোন্ডা ব্র্যান্ডের লিভো (১১০ সিসি) একটি মোটরসাইকেল। এ দোকানের মালিক মিজানুর রহমান। অপর ইলেকট্রিক দোকানের মালিক মো. রুবেল। মিজানুর রহমান এবং রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের আপন ভাই।

মিজানুর রহমান দাবি করে বলেন, ‘দোকানে আগুন দেওয়ার ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পরে বুঝে শুনে জিডি করা হবে।’

জানতে চাইলে কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলের কার্যালয় এবং দুটি দোকানে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে পুনট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছাই রাত ১২টার দিকে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়।’

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা