হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সাবেক এমপি আয়েনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আয়েন উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনসহ ৩০ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পবা থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাতে জেলার পবা উপজেলার বাঘাটা এলাকার আতাবুর রহমান নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন।  

মামলায় সাবেক এমপি আয়েন এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন ও প্রতিপক্ষ লোকজনকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে নওহাটা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাবেক এমপি আয়েন এবং নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজ উদ্দিন হাফিজের নির্দেশে তাদের সহযোগীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর আসামিরা প্রতিপক্ষের লোকজনকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান। এসময় প্রাণভয়ে লোকজন পালিয়ে যান। কয়েকজন হামলায় আহত হন। এর মাধ্যমে তারা ভোটকেন্দ্র দখলে নেন।

সে সময় বাদী পবা থানায় মামলা দায়েরের জন্য যান। কিন্তু আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে থানা মামলা নেয়নি।

এ ব্যাপারে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন। তবে আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছি।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা