হোম > সারা দেশ > রাজশাহী

ভোটে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, একটি ভোট দিলে একটি হজের সওয়াব পাওয়া যাবে।’ 

নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ না করলেও ওই দলের কথায় ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান লিটন। তিনি বলেন, ‘কারও মিথ্যা কথা বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না।’ 

আজ সোমবার বিকেলে রাজশাহী নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে লিটন ভোটারদের এসব কথা বলেন। 

আগামী ২১ জুন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নতুনপাড়া এলাকার এক পথসভায় সদ্য সাবেক সিটি মেয়র লিটন বলেন, ‘রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমি মেয়র থাকাকালে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ, আলোকায়ন, সড়ক প্রশস্তকরণ, ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন করা হয়েছে।’ 

আরও কাজ করার আগ্রহের কথা জানিয়ে লিটন বলেন, ‘রাজশাহীর অনেক কাজ অসমাপ্ত রয়েছে। এর মধ্যে প্রথম কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা। এসব করতে আমাকে ভোট দিয়ে আরেকবার মেয়র নির্বাচিত করুন।’ 

লিটন বলেন, ‘যে দল দেশের উন্নয়ন করেছে, যিনি আপনাদের কল্যাণ করেছেন, তাঁকে মূল্যায়ন করুন। আমি নির্বাচিত হলে আজকে যে রাজশাহী দেখছেন, পাঁচ বছরে রাজশাহী আরও উন্নত ও সুন্দর হবে। এ জন্য উন্নয়নের প্রতীক নৌকার সঙ্গে থাকুন।’ 

পরে নগরীর নগরপাড়া ও আশ্রয়ণ মাঠে পথসভা করেন লিটন এবং এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে