বগুড়ায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীর নামে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিচ্ছিন্নভাবে ভাঙচুর, যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসব মামলা করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত বগুড়া শহরের মফিজ পাগলার মোড়, পিটিআই মোড়, পুলিশ সুপারের বাসভবনের সামনে, পুলিশ সুপারের অফিসের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া ককটেল বিস্ফোরণ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর, দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এসব ঘটনার সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ কারণে পুলিশ বাদী হয়ে গতকাল মধ্যরাতে বগুড়া সদর থানায় মামলাগুলো করা হয়।