হোম > সারা দেশ > বগুড়া

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চার শিবিরকর্মী আহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রশিবিরের চার কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে বগুড়া শহরের জামিলনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন সাদিক, তোফায়েল আহম্মেদ, তুহিন ও সৌরভ। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক ও সরকারি শাহসুলতান কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। জামিলনগর এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে থাকেন তাঁরা।

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী জানান, বুধবার রাত ১০টার দিকে জামিলনগর এলাকায় ছাত্রাবাসের সামনে সড়কে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্র। তখন জামিলনগর এলাকার জিহাদ ও মুন্না নামের দুই যুবক অটোরিকশাযোগে সেখানে পৌঁছান। সড়কে দাঁড়িয়ে থাকায় রিকশা চলাচলে ব্যাহত হচ্ছে বলে ছাত্রদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জিহাদ ও মুন্না ছাত্রদের ছুরি দিয়ে আঘাত করেন। এতে চারজন আহত হন।

এদিকে চার ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করার খবর জানাজানি হলে আশপাশের বিভিন্ন ছাত্রাবাস থেকে ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে জিহাদ ও  মুন্নার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউন্সিলর বলেন, আহতরা ছাত্রশিবিরের সাধারণ কর্মী। তাঁরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করেন। অন্যদিকে জিহাদ ও মুন্না এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জিহাদ একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হয়ে এলাকায়  সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে জিহাদ ও মুন্নার বাড়িতে কাউকে পায়নি। ভাঙচুরের পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সবাই পালিয়ে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত