হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় চার জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম সভাপতিত্ব করেন। 

জয়িতা সম্মাননা পান নুরুন্নাহার। তিনি সফল জননী নারী হিসেবে এ সম্মাননা পান। এ ছাড়া শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিমা খাতুনকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. সিমা খাতুন ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় মোছা. লতা খাতুনকে সম্মাননার ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদা রহমান, সফল জননী নুরুননাহার, জয়িতা সিমা খাতুনসহ প্রমুখ। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও সুধীজন। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক